ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০১৯
আমির উদ্দিন, মালয়েশিয়া থেকে : মালয়েশিয়ায় বিচরণরত প্রবাসী ও বাংলাদেশের সামগ্রিক কল্যানে গড়ে উঠা প্রবাসী সাংবাদিক দের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার ২০১৯ – ২০২১ শেষনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মনির বিন আমজাদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বসির আহমেদ। এছাড়াও প্রেসক্লাব অব মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা সদস্য নির্বাচিত হয়েছেন , মোহাম্মদ আবুল হাসনাত, ডাঃ আলাউদ্দিন সিদ্দিকী, খন্দকার মোশতাক আহমেদ,গোলাম রব্বানী রাজা ও মাজহারুল ইসলাম। অন্যান্যদের মতো নির্বাচিত হয়েছেন, সিনিয়র সহ-সভাপতি আহমেদুল কবির, সহ-সভাপতি শেখ সেকেন্দার আলী, জাকির আহ্মেদ রাজু। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, জহিরুল ইসলাম হিরন, শাহাদাত হোসেন ও কাজী আশরাফুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী,সাংগঠনিক সম্পাদক শেখ আরিফুজ্জামান, দপ্তর সম্পাদক শাহরিয়ার তারেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান,তথ্য ও গবেষণা সম্পাদক আরিফুল ইসলাম,মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা ইসলাম ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবির উদ্দিন। নির্বাহী সদস্যরা হলেন,এম ফরহাদ হোসেন, আশরাফুল মামুন, আব্দুস সামাদ, মোহাম্মদ আল-আমিন, সাবেকুন নাহার তানিয়া, আমির উদ্দিন ও এম এ সুমন। রবিবার ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় গ্রান্ড কন্টিনেন্টাল হোটেলে ২০১৯ ও ২০২১ সালের এই কমিটি গঠিত হয়।নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য বিষয়ক উপদেষ্টা ও ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী সহ মালয়েশিয়ায় নিযুক্ত হাইকমিশনের উর্ধ্বতন কর্মকর্তা, কমিউনিটি, পেশাজীবী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech