মাধবপুরে মাদক সেবনকারীকে তিন মাসের কারাদণ্ড

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০১৯

মাধবপুরে মাদক সেবনকারীকে তিন মাসের কারাদণ্ড

বিজয়ের কন্ঠ ডেস্ক :: হবিগঞ্জের মাধবপুরে মহাব্বত আলী নামে এক মাদক সেবনকারীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৬ অক্টোবর) রাতে সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার এ রায় প্রদান করেন।

৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রশিদ (পিএসসি) জানান, ধর্মঘর বিওপির নায়েক শহিদুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি সদস্য ধর্মঘর বাজার রাস্তা থেকে দুই বোতল ফেনসিডিলসহ মহাব্বত আলীকে আটক করে।

মহাব্বত উপজেলার চৌমুহনী ইউনিয়নের প্রয়াত ছদর আলীর ছেলে।

পরে ওই দিন রাতেই সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর