সুনামগঞ্জে ৫ মাদক ব্যসায়ীকে কারাদণ্ড-জরিমানা

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৮

সুনামগঞ্জে ৫ মাদক ব্যসায়ীকে কারাদণ্ড-জরিমানা

নিজস্ব প্রতিবেদন
সুনামগঞ্জের সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫মাদক ব্যবসায়ীকে কারাদন্ড ও জরিমানা করেছে র‌্যাব ৯-এর ভ্রাম্যমান আদালত। অভিযানে অংশ নেন র‌্যাব-৯ এর (সিপিসি-৩) সুনামগঞ্জ ক্যাম্প এর লে. কমা. ফয়সল আহমদের নেতৃতে একটি আভিযানিক দল ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মিলটন চন্দ্র পাল।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সদর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে সদর থানাধীন ওয়েজখালী ও বিটগঞ্জ এলাকা থেকে ৩২০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদেরকে কারাদন্ড ও জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

অভিযানে শাহজাহান মিয়াকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড, আলালউদ্দিনকে (২৮) ৫শ’ টাকা জরিমানা, রিপন চন্দ্র পালকে (২৭) ১হাজার টাকা, জনিক চন্দ্র পালকে (২৫) ১হাজার টাকা, মো. জহুর মিয়াকে (২৯) ১হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

জরিমান আদায় করে ৪ জনকে ছেড়ে দেয়া হলেও কারাদন্ডপ্রাপ্ত আসামীকে সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান মো. মনিরুজ্জামান।
র‌্যাব ৯ এর মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর