ঢাকা ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৯
বিনোদন ডেস্ক : বৃষ্টিভেজা ছুটির দিন আজ। অনেকের হয়তো পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর কথা ছিল। কিন্ত চলচ্চিত্র শিল্পীরা সবাই ছুটে আসছেন এফডিসিতে। কারণ, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২১ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ চলছে আজ। এই নির্বাচনে সভাপতি প্রার্থী চিত্রনায়িকা মৌসুমীর ভাষায়, আজ ঈদের দিন। এত এত শিল্পী অনেকদিন পর একসাথে হয়েছেন, ভোট দিচ্ছেন, গল্প করছেন এটাকে খুব উপভোগ করছেন তিনি।
.
শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয় শিল্পী সমিতির নির্বাচন। শুরু থেকে ভোট কেন্দ্রে উপস্থিত মৌসুমী। গোটা এফডিসি তিনি ছুটে বেড়াচ্ছেন। ভোটার এলেই ছুটে গিয়ে বুকে জড়িয়ে নিচ্ছেন। তাদের কাছে ভোট চাইছেন। এবারই প্রথমবার শিল্পী সমিতির ইতিহাসে নারী সভাপতি হিসেবে নির্বাচন করছেন মৌসুমী। ভোট কেন্দ্রে তার কাছে নির্বাচনী পরিবেশ নিয়ে জানতে চাইলে উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘পরিবেশ খুব ভালো লাগছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছেন। আশা করছি এভাবেই দিনটা আনন্দ করে শেষ হবে।’
.
নির্বাচনের প্রচারণায় অনেক কষ্ট হলেও আজকের দিনটা আনন্দের দাবি করে মৌসুমী বলেন, ‘অনেক কষ্ট হয়েছে ঠিকই। কিন্তু ভোটের দিনে মনে হচ্ছে আজ ঈদ। ৩০ দিন রোজা রাখার পর ঈদ পালন করছি। এই আনন্দ আরও বাড়বে যদি বিজয় আমার পক্ষে আসে।’ এই নির্বাচন ঘিরে এফডিসি নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে শতাধিক পুলিশ ও র্যাব। নিরাপত্তার বিষয়ে মৌসুমী বলেন, ‘একটু ভোগান্তি হচ্ছে। তবে ভালো নিরাপত্তা বিরাজ করছে। যার ফলে এখনও পর্যন্ত সুষ্ঠু পরিবেশ বজায় আছে। শেষ পর্যন্ত যেন এমন অবস্থা থাকে।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech