ঢাকা ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৯
বিনোদন ডেস্ক : ১ নভেম্বর ছিল বলিউডের জনপ্রিয় তারকা ঐশ্বরিয়া রাইয়ের ৪৬তম জন্মদিন। এবার ঐশ্বরিয়া তার জন্মদিনে স্বামী অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যাকে নিয়ে একান্তে সময় কাটচ্ছেন ইতালির রোমে। বৃহস্পতিবার রাত ১২টা বাজতেই শুভেচ্ছাবার্তায় ভরে যায় ঐশ্বরিয়ার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ প্রতিবেদনে জানিয়েছে, স্ত্রীর জন্মদিন এ বছর একটু বিশেষভাবে উদযাপন করছেন অভিষেক। তাদের সম্পর্কের রসায়ন স্বামী-স্ত্রীর চেয়েও বেশি বন্ধুত্বের।
.
প্রতিবেদনে আরও বলা হয়, ২০০০ সালে একটি ছবির শুটিংয়ে দেখা হয় অভিষেক-ঐশ্বরিয়ার। সেই সময় তারা শুধুই বন্ধু ছিলেন। তবে প্রেমটা জমেছিল ‘গুরু’ ছবির শুটিং থেকে। ওই ছবির শুটিং চলছিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেই সময় অভিষেক ঠিক করে ফেলেন ঐশ্বরিয়াকে বিয়ের প্রস্তাব দেবেন। তবে সে জন্য কোনো আংটি কেনা হয়নি তার। তাই শুটিংয়ে
.
প্রপস হিসেবে ব্যবহার করার জন্য আনা আংটি দিয়েই বিশ্বসুন্দরীকে বিয়ের প্রস্তাব দেন অভিষেক! ২০০৭ সালে ২০ এপ্রিল সাতপাকে বাঁধা পড়েন তারা। এরই মধ্যে এক যুগ সংসার করে ফেলেছেন এ তারকা দম্পতি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech