জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জেলা বিএনপির সভা বৃহস্পতিবার

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৯

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে  জেলা বিএনপির সভা বৃহস্পতিবার

৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার বেলা ৩টায় নগরীর দরগাগেইট সংলগ্ন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হবে। যথা সময়ে উপস্থিত থেকে আলোচনা সভাকে সফল করার জন্য বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন জেলা বিএনপি নেতৃবৃন্দ। সোমবার এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার- ৭ই নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর