চার উপজেলায় আওয়ামী লীগের সম্মেলনের নতুন তারিখ ঘোষণা

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৯

চার উপজেলায় আওয়ামী লীগের সম্মেলনের নতুন তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদন : সিলেটের চার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ পুন:নির্ধারণ করা হয়েছে। পুনঃনির্ধারিত তারিখ অনুযায়ী, কোম্পানীগঞ্জ উপজেলায় ৫ নভেম্বরের স্থলে ৯ নভেম্বর, কানাইঘাটে ১০ নভেম্বরের স্থলে ১১ নভেম্বর, গোলাপগঞ্জে ১৪ নভেম্বরের স্থলে ১৩ নভেম্বর ও বিয়ানীবাজার উপজেলায় ৭ নভেম্বরের স্থলে আগামী ১৪ নভেম্বর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
সূত্র জানায়, সিলেট সদরে গত ১ নভেম্বর সম্মেলন হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত হয়নি। আর দক্ষিণ সুরমা উপজেলায় আগামী ৯ নভেম্বর সম্মেলন হচ্ছে না। এ দু’উপজেলা শিগগির পুনঃনির্ধারিত তারিখ ঘোষণা করা হবে। সিলেটের বাদ-বাকি উপজেলাসমূহে সম্মেলন এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে মোস্তাকুর রহমান মফুর ও আনহার মিয়া সভাপতি ও সাধারণ সম্পাদক হিসাবে পুন:নির্বাচিত হয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর