জগন্নাথপুরে আহত যুবকের মৃত্যু ॥ এলাকায় শোকের ছায়া

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৯

জগন্নাথপুরে আহত যুবকের মৃত্যু ॥ এলাকায় শোকের ছায়া

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় আহত যুবক সরোয়ান আহমদ (২০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিৎিসাধীন অবস্থায় একটানা ১৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন। ৮ নভেম্বর শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে হতভাগ্য সরোয়ান আহমদ মৃত্যুবরণ করেন। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

.
জানাযায়, জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রামের লাল মিয়ার ছেলে পংকি মিয়া ও সুন্দর আলীর ছেলে সরোয়ান আহমদের মধ্যে বিরোধ ছিল। এরই জের ধরে গত ২৮ অক্টোবর রাত প্রায় ১ টার দিকে সরোয়ান আহমদ জগন্নাথপুর থেকে বাড়ি যাওয়ার পথে হবিবপুর গ্রাম এলাকার সড়কে প্রতিপক্ষের লোকজনের হামলায় আহত হন। তাঁর মাথা সহ শরীরে অসংখ্য গুরুতর আঘাত ছিল। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে ঘটনার ১৩ দিন পর হতভাগ্য সরোয়ান আহমদের মৃত্যু হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর