তাহিরপুরে যুবলীগের ৪৭তম প্রতিষ্টা বার্ষিকী পালিত

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৯

তাহিরপুরে যুবলীগের ৪৭তম প্রতিষ্টা বার্ষিকী পালিত

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ অফিসে আওয়ামী যুবলীগের উদ্যোগে ৪৭তম প্রতিষ্টা বার্ষিকীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয় ।

সোমবার সকাল ১১ঘটিকার সময় উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ উপজেলা সকল যুবলীগ নেতাকে নিয়ে কেক কেটে প্রতিষ্টা বার্ষিকীর কার্যক্রম শুরু করেন । কেক কাটার পর আওয়ামীলীগ অফিস থেকে আওয়ামী যুবলীগের প্রতিষ্টা বার্ষিকী সফল করতে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে অফিসের সামনে এসে মিলিত হয় ।
পরে আলোচনা সভা অনুষ্টিত হয় । উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ। দঃ বড়দল ইউনিয়নের সাবেক সভাপতি আঃ সত্তার এর পরিচালনায় প্রতিষ্ঠা বার্ষিকী বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন, তাহিরপুর সদর ইউনিয়নের যুবলীগ সভাপতি সাজিদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সামায়ুন কবির, উপজেলা যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন, উত্তর শ্রীপুর ইউনিয়নের যুবলীগ সভাপতি ইকবাল হাসান সেলিম, উত্তর বড়দল ইউনিয়নের যুবলীগ সভাপতি মাসুক মিয়া, সাবেক উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সেলিম আখঞ্জী, বালিজুরী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ময়না উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু বাসার প্রমুখ ।
তাহিরপুর উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ বলেন, আমরা মুজিব আদর্শে বিশ্বাস করি । জননেত্রী শেখ হাসিনা নির্দেশে পথ চলি। সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করি।

এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপাজেলার যুবলীগের সকল সদস্য বৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর