ঢাকা ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৯
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. আব্দুল আহাদের সভাপতিত্বে বিভিন্ন বিষয়ে আলোচনা করা করা হয় এবং এর সমাধানে বিভিন্ন দিক নির্দেশনা দেন জেলা প্রশাসক। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান,বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মাকসূদুল আলম,ডিডিএলজি এমরান হোসেন,অতিরিক্ত জেলাশাসক মোকলেছুর রহমান,সিভিল সার্জন ডাক্তার আশুতোষ দাস,সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত,তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল,আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট চান মিয়া,বিভিন উপজেলার ইউএন ও ওসিসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ উপজেলা চেয়ারম্যানগণ।
সভায় বক্তারা বলেন, সুনামগঞ্জের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে পুলিশকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সভায় ফিটনেস বিহীন যানবাহন চলাচলের উপর অভিযান চালানো বিষয়ে সভায় ঐকমত পোষন করে সংশ্লিষ্ট কতৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়া নির্দেশনা দেওয়া হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech