জামালগঞ্জে তক্কক সহ ২ জন আটক

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৯

জামালগঞ্জে তক্কক সহ ২ জন আটক

জামালগঞ্জ প্রতিনিধি : জামালগঞ্জ উপজেলার গজারিয়া বাজারে তক্কক নামক প্রাণী বিক্রয়ের সন্দেহে ২ ব্যবসায়ীকে আটক করেছে জনতা। বুধবার বিকেলে স্থানীয় জনতার এই সংবাদ ছড়িয়ে পরলে পার্শ্ববর্তী নৌ-পুলিশ ক্যাম্পের এস আই তোফায়েল আহমেদ মঞ্জু, ও রুহুল আমিন উপস্থিত হয়ে ২ টি তক্কক সহ ২ জনকে আটক করে জামালগঞ্জ থানায় নিয়ে আসে । আটককৃতরা হলেন শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের বড়গাঁও গ্রামের মোক্তার আলীর ছেলে জুয়েল আহমদ(৩৯) ও গাজীপুর জেলার গাছবাড়ী উপজেলার ছয়দানা গ্রামের মৃত মোতাহার আলীর ছেলে মোঃ আবু তালেব(৫৫) ।

আটককৃত আবু তালেব বলেন, তার শালিকার বাসা ঢাকা গাজীপুরের পাশা গেইটের পাশে থেকে এই দুই জন ও দিরাই থানার রফিনগর গ্রামের রতœা বেগম সহ আরো কয়েকজন ঢাকা -সিলেট-সুনামগঞ্জ ও জামালগঞ্জ হয়ে লিপশা বাজারের দিকে যাচ্ছিল । মহিলাদের ব্যাগের ভিতর এই প্রাণীগুলো ছিলো । এ ব্যাপারে জামালগঞ্জ থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর