জগন্নাথপুরে আওয়ামী লীগ নেতাসহ ৪ জনকে কারাদ-

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৯

জগন্নাথপুরে আওয়ামী লীগ নেতাসহ ৪ জনকে কারাদ-

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে জুয়া খেলার দায়ে আওয়ামী লীগ নেতা সহ ৪ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দ-প্রাপ্তরা হলেন জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের মৃত তছদ্দর আলীর ছেলে উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মতিউর রহমান, একই গ্রামের মৃত সমুদ উল্লার ছেলে আবদুল আহাদ, রহমত উল্লার ছেলে জুয়েল মিয়া ও তদরিছ আলীর ছেলে আনোয়ার হোসেন দুদু।
পুলিশ ও স্থানীয়রা জানান, ১২ নভেম্বর মঙ্গলবার রাতে জুয়া খেলার দায়ে এ ৪ জনকে আটক করে থানা পুলিশ। পরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে জনপ্রতি ৭ দিন করে বিনাশ্রম কারাদ- প্রদান করে থানা পুলিশে সোপর্দ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী। এ ব্যাপারে জগন্নাথপুর থানার এসআই রফিকুল ইসলাম বলেন, জুয়া খেলার দায়ে দ-প্রাপ্তদের ১৩ নভেম্বর বুধবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর