জগন্নাথপুর পৌর মেয়র আবদুল মনাফ গুরুতর অসুস্থ

প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৯

জগন্নাথপুর পৌর মেয়র আবদুল মনাফ গুরুতর অসুস্থ

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ¦ আবদুল মনাফ আবারো গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তিনি গত কয়েক দিন ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগেও তিনি যুক্তরাজ্যে থাকাকালে গুরুতর অসুস্থ ছিলেন।

.
এদিকে-মেয়র আবদুল মনাফের আশু সুস্থতা কামনায় জগন্নাথপুর পৌরসভা ও তাঁর পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে। এছাড়া মেয়র মনাফের দ্রুত সুস্থতা কামনা করেছেন সর্বস্তরের পৌরবাসী ও জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ডা.নয়ন রায় ও সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া সহ সাংবাদিক নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর