সিএনআরএস’র তাহিরপুরের উদ্যোগে টাংগুয়ার হাওর পারে ডাস্টবিন বিতরণ

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯

সিএনআরএস’র তাহিরপুরের উদ্যোগে টাংগুয়ার হাওর পারে ডাস্টবিন বিতরণ

তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জ টাংগুয়ার পরিবেশ বান্ধব পর্যটন এলাকায় হাওরপারে গ্রামকে পরিবেশ বান্ধব গ্রাম গড়ার লক্ষ্যে,দুটি গ্রামে ডাস্টবিন বিতরণ করা হয়। ‘ আসুন আমর অঙ্গিকার করি, নিজের গ্রামটি নিজেরাই পরিস্কার করি, পথেঘাটে আবর্জনা না ফেলে নয়, যার যার নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা ফেলতে হয়’ এই স্লোগান কে সামনে রেখে। বৃহস্পতিবার (১৪,নভেম্বর) খ্রীষ্টিয়ান এইড এর অর্থায়নে ,প্রকৃতি প্রকল্প( সি,এন,আর,এস) তাহিরপুর এর উদ্যোগে,টাংগুয়ার হাওর এলাকার শ্রীপুর উত্তর ইউনিয়নের জয়পুর গ্রামে ৬৬টি এবং একই ইউনিয়নের ইন্দ্রপুর ১১৪টি ডাস্টবিন বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রকৃতি প্রকল্প (সি,এন,আর,এস) তাহিরপুর এর প্রকল্প উন্নয়ন কর্মী শাহীনুর রহমান শাহীন,প্রকল্প কর্মী ইমরান আহমেদ, টাংগুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক আহম্মদ কবির, টাংগুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সম্মানিত সদস্য অকিল তালুকদার,প্রমুখ এছাড়াও হাওরপারের সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর