জাকির ফাউন্ডেশন স্মৃতি ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন করলেন এমপি রতন

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৯

জাকির ফাউন্ডেশন স্মৃতি ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন করলেন এমপি রতন

তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে জাকির ফাউন্ডেশন স্মৃতি ক্লাবের উদ্যোগে ফুটবল খেলার শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ -১ আসনের সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় তাহিরপুর উপজেলার বাদাঘাট খেলার মাঠে জাকির ফাউন্ডেশন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার শুভ উদ্বোধন কালে প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে যুব সমাজের অগ্রণী ভূমিকা রাখতে হবে। মাদক ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে দুর্গ গড়ে তুলতে হবে। জাতীয় ক্রীড়া অঙ্গনের প্রতি মনযোগ দিতে হবে। এবং নিজেরা মাদক মুক্ত থাকতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি মোশাররফ হোসেন, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগ আহবায়ক জুনাব আলী,বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন, তাহিরপুর উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কালাম,আওয়ামীলীগ নেতা মাসুক মিয়া প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর