ঢাকা ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৯
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ান বিজিবির অধীনস্থ বিওপির টহল দল বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় মদ,ইয়াবা ও কয়লা আটক করেছে বিজিবির জোয়ান । টেকেরঘাট বিওপির একটি টহল দল আজ ১৭ নভেম্বর রবিবার বিকাল ৪ ঘটিকায় সময় ট্যাকেরঘাট বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৯৯৯/৪-এস এর নিকট হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের ভূরুংগাছড়া নামক স্থান হতে ২টন ৭০০ কেজি ভারতীয় কয়লা আটক করে।
এর আগে ১৬ নভেম্বর শনিবার রাত ১১:৪৫ মিনিটের সময় বালিয়াঘাট বিওপির টহল দল এক বিশেষ অভিযান পরিচালনা করে , আন্তর্জাতিক সীমান্ত মেইন পিলার ১১৯৭ এর নিকট হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৬০ পিস ভারতীয় ইয়াবা আটক করে।
একই দিনে লাউরগড় বিওপির একটি টহল দল আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২০৩/২-এস এর নিকট হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাঁধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ৪০০পিস ভারতীয় কমলা আটক করে।
বিগত ১৫ নভেম্বর শুক্রবার সাড়ে ৯ টায় লাউরগড়ের বিজিবির জোয়ান পৃথক অভিযান পরিচালনা করে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২০৩/৮-এস এর নিকট হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাঁধাঘাট ইউনিয়নের দক্ষিণ সায়েদাবাদ নামক স্থান হতে ১২ বোতল ভারতীয় মদ আটক করে। এসময় মাদক ব্যবসায়ী মালা মাল পেয়ে পালিয়ে যায় ।
সুনামগঞ্জ ২ ৮ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেসবাহ উদ্দিন রাসেল এর সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃত ভারতীয় ইয়াবা মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়, ভারতীয় কয়লা কমলা শুল্ক কার্যালয় সুনামগঞ্জ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech