টাংগুয়ার হাওরে জীববৈচিত্র্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৯

টাংগুয়ার হাওরে জীববৈচিত্র্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা

তাহিরপুর প্রতিনিধি : টাংগুয়ার হাওর জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ে মতবিনিময় এক মতবিনিময় সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়। টাংগুয়ার হাওর ওয়াচ-টাওয়ার সংলগ্ন খোলা গাছের নিচে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার আয়োজনে ও টাংগুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ মিয়া। পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটুর সঞ্চালনায়,পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার মোহাম্মদ এমরান হোসেন,তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেনজির ব্যানার্জি,তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মুনতাসির হাসান পলাশ ।
অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, ধ্রুব কান্ত কুন্ড, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খসরুল আলম, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার,শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সাজিনুর মিয়া, টাংগুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মনির মিয়া, টাংগুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক আহম্মদ কবির, প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা টাংগুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণে ক্ষেত্রে দাবী জানিয়ে বলেন, টাংগুয়ার হাওরের দীর্ঘদিন যাবত নৌকা চালক হিসাবে যারা দায়িত্ব পালন করে আসছেন তারা দীর্ঘদিন থাকার কারনে বিভিন্ন অনিয়মের সাথে সম্পৃক্ত। তাই হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে তাদের বদলীকরণ এবং টাংগুয়ার হাওর পাড়ের জনগোষ্ঠীর জ্বালানির বিকল্প ব্যবস্থার জন্য প্রত্যেককে একটি করে সিলিন্ডার গ্যাস সরবরাহ করার দাবী জানান।
হাওর পাড়ের জনগোষ্ঠীর হাওরের উপর নির্ভরশীলতা কমাতে মৎস্যজীবীদের সরকারি সহায়তা প্রদানের দাবী জানান, এবং হাওরে অবাধে হাস ও মহিষ বিচরণ বন্ধ করার উদ্যোগ নেওয়া এবং টাংগুয়ার হাওরে পাখি আসা শুরু হয়েছে পাখি নিধন বন্ধে ব্যাবস্থার দায়িত্বে থাকা ব্যাক্তি বর্গ সহ স্থানীয়দের উদ্যোগ নেওয়ার আহবান জানান।

প্রধান অতিথি বক্তব্যে টাংগুয়ার হাওর ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন বিশ্বের বিভিন্ন দেশ হতে শীতের সময় অতিথি পাখি আসে টাংগুয়ার হাওরে আশ্রয় নেওয়ার জন্য। কিন্তু পাখিগুলো টাংগুয়ার হাওরে অবাধে নিধন ও শিকার চলতে থাকে। এটি বন্ধ না করা গেলে পরিবেশ হুমকীর সম্মুখীন হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর