ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৯
ডেস্ক প্রতিবেদন : রংপুর জেলা ও মহানগর কমিটির ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে গত কয়েকদিনের নানা জল্পনা কল্পনার অবসান হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১০টায় রংপুর টাউন হলে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এবং কাউন্সিলদের মতামতের ভিত্তিতে জেলা ও মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আগের নেতারাই।
মঙ্গলবার রাতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক কমিটি ঘোষণা করেন। এ সময়, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে এক নম্বর সদস্য রেখে মমতাজ উদ্দিন আহম্মেদকে সভাপতি ও অ্যাডভোকেট রেজাউল করিম রাজুকে সাধারণ সম্পাদক করে রংপুর জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। এছাড়া, রংপুর মহানগর কমিটিতে শাফিউর রহমান শাফিকে সভাপতি ও তুষার কান্তি মন্ডলকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেন।
মঙ্গলবার বেলা ১২টা পাবলিক লাইব্রেরি মাঠে সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য রমেশ সেন, এমপি। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে, গেল ১১ নভেম্বর পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে আজিজুর রহমান রাঙ্গাকে সভাপতি ও মিয়া মো. তাজিমুল ইসলাম শামীমকে সাধারণ সম্পাদক এবং সজীব ওয়াজেদ জয়কে কমিটিতে এক নম্বর সদস্য করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech