ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৮
সিলেট জেলা জাসদের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
সোমবার নগরের টিলাগড় পয়েন্ট মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন রাষ্ট্রপরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দ্বীপ কুমার সিংহ ও এ.এস.আই. মো. কামরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ। বাদ আসর টিলাগড় পয়েন্ট সংলগ্ন মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। এরপর মরহুমের লাশ হযরত শাহজালাল (রহঃ) দরগাহ প্রাঙ্গণে দাফন করা হয়।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মন, বীর মুক্তিযোদ্ধা মুহিবুর রহমান মানিক, ফটিক রায়, আব্দুল হান্নান, মন্টু দাস, মো. সলিম উল্লাহ, নজমুল হোসেন সহ এলাকার সর্বস্তরের মানুষে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তিনি সোমবার সকাল ১১টায় নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech