ঢাকা ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৯
তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জ ২৮ব্যাটালিয়নের অধীনস্থ বিজিবির বিওপির টহল দল এক বিশেষ অভিযান পরিচালনা করে ১কেজি ভারতীয় গাঁজাসহ একজনকে আটক করেছে বিজিবির জোয়ান । ২৭ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১১টার সময় লাউরগড় বিওপির জেসিও-৮৯০০ নাঃ সুবেদার মোখলেছুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল এক বিশেষ অভিযান পরিচালনা করে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২০৩/৯-এস এর নিকট হতে আনুমানিক ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলার ৫নং বাধাঘাট ইউনিয়নের লাউরগড় নামক স্থান হতে ১.১০০ কেজি ভারতীয় গাঁজাসহ ১ জন বাংলাদেশী নাগরিককে আটক করে ।
আটককৃত ব্যক্তি নেত্রকোনা জেলা মহনগঞ্জ থানা পালগাওঁ ডাকঘর নলজুরী গ্রামের মৃত ওয়াহিদ মিয়ার ছেলে মোঃ মতলিব মিয়া (৪০)কে আটক করে।
সুনামগঞ্জ ২৮ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মাকসুদুল আলম গনমাধ্যম কে এর সত্যতা নিশ্চিত করেন বলেন আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech