তাহিরপুরে ফেইসবুক অপপ্রচারকারীর বিরোদ্ধে জিডি

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৯

তাহিরপুরে ফেইসবুক অপপ্রচারকারীর বিরোদ্ধে জিডি

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের এক ব্যবসায়ী জিয়াউর রহমান আখঞ্জীর নামে ফেইসবুক একাউন্ট খুলে মান হানী করার লক্ষ্যে বিভিন্ন ধরনের বিভ্রান্তকর পোস্ট তুলে ধরছে এক প্রতারক। এ বিষয়টি নজরে আসার সাথে সাথে অস্বস্তির মধ্যে পড়ে যান ব্যবসায়ী জিয়াউর রহমান আখঞ্জী। পরে তিনি বিষয়টি প্রশাসনকে অবহিত করতে তাহিরপুর থানায় সাধারণ বৃহস্পতিবার তিনি ডায়রী করেন।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, অজ্ঞাতনামা কিছু লোক তাহিরপুর উপজেলা কয়লা, চুনাপাথর ও বালু ব্যবসায়ী জিয়াউর রহমান আখঞ্জীকে হেয় প্রতিপন্ন ও সামাজিক ভাবে মান বিনষ্ট করার লক্ষ্যে, সামাজিক যোগাযোগ মাধ্যম পেইজবুকে তাহার নামে ফেইক আইডি খুলে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যাক্তি বর্গের ছবি ব্যবহার করে খারাপ মন্তব্য পোস্ট করে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এতে এলাকায় তাহার মানসম্মান বিপর্যয় হচ্ছে।
গত ২৪ নভেম্বর রাত ১০.৩৬ ঘটিকার সময় ব্যবসায়ী জিয়াউর রহমান আখঞ্জীর ছবি ব্যবহার করে, জিয়া রহমান আখঞ্জী নামক ফেইক আইডি খুলিয়া মাননীয় প্রধানমন্ত্রীর রান্নাঘরের ছবি ব্যবহার করে, ক্যাপশনে আমাদের নতুন বাসার বাবুর্চি লিখে পোস্ট করে, যাহার পেইজবুক প্রোফাইল এড্রেস https;!!www faceboo, com/profile php?id10004401888394

এছাড়াও সাধারণ ডায়রীতে উল্লেখ করা হয়, ইতিপূর্বে তাহার নামে খোলা পেইজবুক পেইক আইডি থেকে সুনামগঞ্জ-১সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন সহ এলাকার গম্যমান ব্যক্তিবর্গের ছবি ব্যবহার করে খারাপ অশ্লীল ভাষায় লেখালেখি করে রীতিমতো পোস্ট করে যাচ্ছে। এতে স্থানীয়দের কাছে তাহার মানসম্মান প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। এতে ভবিষ্যতের জন্য সাধারণত ডায়রি ভুক্ত করার সু ব্যবস্থা করার জন্য অনুরোধ জানান।

সাধারণ ডায়রী বিষয় নিশ্চিত করে তাহিরপুর থানা অফিসার ইন-চার্জ আতিকুর রহমান বলেন, এই বিষয়ে জিয়াউর রহমান আখঞ্জী নামের একজন সাধারণ ডায়েরি করেছে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর