তাহিরপুর সীমান্তে বিভিন্ন অভিযানে গরু, বিড়ি ও কয়লা আটক

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৯

তাহিরপুর সীমান্তে বিভিন্ন অভিযানে গরু, বিড়ি ও কয়লা আটক

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জ ২৮ব্যাটালিয়নের অধীনস্থ বিজিবির টহল দল বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় মদ ইয়াবা নাসির বিড়ি ও কয়লা আটক করেছে বিজিবির জোয়ান । বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার সময় বালিয়াঘাট বিওপির টহল দল এক বিশেষ অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ১১৯৬/৫-এস এর নিকট হতে আনুমানিক ১,৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের তরঙ্গ নামক স্থান হতে ১,২০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার মূল্য ১৫,৬০০/-
রাত সাড়ে ৭টায় আবার বিশেষ অভিযান পরিচালনা করে বালিয়াঘাট বিওপির টহল দল আন্তর্জাতিক সীমান্ত পিলার ১১৯৬/৪-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট নামক স্থান হতে ৯৫ পিস ভারতীয় ইয়াবা আটক করে, যার মূল্য ২৮,৫০০/- টাকা।
এদিকে, ২৮ নভেম্বর বৃহস্পতিবার বেলা ২টায় সময় চানঁপুর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২০২/১২-এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৪নং উত্তর বড়দল ইউনিয়নের বারেকটিলা নামক স্থান হতে ০২টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৭০,০০০/- টাকা।

এই রাতেই চাঁনপুর বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২০২/১২-এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৪নং উত্তর বড়দল ইউনিয়নের বারেকটিলা নামক স্থান হতে ৪২,০০০ পিস (১,৬৮০ প্যাকেট) ভারতীয় নাসির বিড়ি আটক করে, যার মূল্য ৭১,৪০০/- টাকা।

অভিযানের সত্যতা নিশ্চিত করেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মাকসুদুল আলম গনমাধ্যম কে বলেন আটককৃত ভারতীয় ইয়াবা, বিড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়, সুনামগঞ্জ এবং ভারতীয় গরু ও কয়লা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর