ঢাকা ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৯
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ২০১৯-২০অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরনের করা হয়। এর পুর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী এর সভাপতিত্বে ও উপ সহকারি কৃষি ও উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আসাদুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। তাহিরপুর প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসান-উদ দৌলা,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলী মুর্তুজা,আ,লীগ নেতা বাচ্চু মিয়া প্রমুখ।
সভা শেষে তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নের ৬৭০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech