ঢাকা ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৯
তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরের উত্তরজনপদে প্রতিষ্ঠিত বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের গণিত ও বিজ্ঞান শিক্ষক বাবু নিখিল রঞ্জন তালুকদার (৭০) ওরফে নিখিল স্যার আর নেই।
রোববার বেলা সাড়ে ১১টায় সিলেট মাউন্ট অ্যাডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন। রোববার বিকেলে নিজ বাড়িতে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে।
স্থানীয়ভাবে বেশ জনপ্রিয়, শ্রদ্ধাভাজন ও সবার প্রিয় ছিলেন। প্রয়ানকালে তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দেশ বিদেশে থাকা উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, এলাকার জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ নিখিল স্যারের প্রয়ানে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
তাহিরপুরের বালিজুড়ি ইউনিয়নের নয়াহাট গ্রামের বনেদী পরিবারের সন্তান নিখিল রঞ্জন তালুকদার স্বাধীনতা পরবর্তী সময়ে উত্তরজনপদে প্রতিষ্ঠিত বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে টানা ৩০ বছর গণিত ও বিজ্ঞান শিক্ষক হিসাবে দায়িত্বপালন করে ২০১২ সালে অবসরে যান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech