ঢাকা ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৯
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে ৪৫ টাকা কেজি দরে হাজারো জনতা দীর্ঘ লাইন দিয়ে টিসিবির পেঁয়াজ কিনেছেন। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১৩৫ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। এর মধ্যে সরকারি ভাবে ৪৫ টাকায় বিক্রি হওয়ার খবর পেয়ে উৎসুক জনতা ভীড় জমান উপজেলা পরিষদ চত্বরে।
.
১ ডিসেম্বর রোববার থেকে জগন্নাথপুরে ৪৫ টাকা কেজি দরে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। আনুষ্ঠানিক ভাবে পেঁয়াজ বিক্রি উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম প্রমূখ। এছাড়া পৃথক ভাবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আবাব মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, টিসিবি ডিলার মেসার্স পলাশ ট্রেডার্সের মালিক ধনেশ চন্দ্র রায়, রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, ব্যবসায়ী সিদ্দিকুর রহমান তালুকদার, আজিজুর রহমান সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।
জানাযায়, প্রথম দিনে এক হাজার মানুষের মধ্যে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করা হয়েছে। উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা হাজারো নারী-পুরুষ জনতা দীর্ঘ লাইন দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে পেঁয়াজ কিনেছেন। এতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech