ঢাকা ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৯
শামছুল আলম আখঞ্জী ,তাহিরপুর: সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধীনস্থ বিজিবি লাউরগড় বিওপির টহল দল এক বিশেষ অভিযান পরিচালনা তাহিরপুর সীমান্তে থেকে ভারতীয় কয়লা কমলা ও ১টি বারকি নৌকাসহ আটক করেছে বিজিবির জোয়ান
৬ ডিসেম্বর শুক্রবার ভোর ৪ টার সময় লাউরগড় বিওপির টহল দল এক বিশেষ অভিযান পরিচালনা করে আন্তর্জাতিক সীমান্ত মেইন পিলার ১২০৩ এর নিকট হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাঁধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ৫০০ কেজি ভারতীয় কয়লাসহ ০১টি বারকী নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ৫৬,৫০০/- টাকা।
অপর দিগে গত ৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৯টার সময় লাউরগড় বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযান পরিচালনা করে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২০৩/৮-এস এর নিকট হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাঁধাঘাট ইউনিয়নের সায়েদাবাদ নামক স্থান হতে ২০০ পিস ভারতীয় কমলা আটক করে, যার আনুমানিক মূল্য ১,৪০০/- টাকা।
সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মাকসুদুল আলম গনমাধ্যম কে এর সত্যতা নিশ্চিত করেন বলেন আটককৃত ভারতীয় কমলা, কয়লা ও ১টি বারকি নৌকাসহ শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech