ঢাকা ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৯
তাহিরপুর প্রতিনিধি : বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অষ্টপ্রহর ব্যাপি ১১ তম বার্ষিক শ্রী শ্রী গীতা জয়ন্তী ও হরিনাম সংকীর্ত্তণ-এর আয়োজন করা হয়েছে। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামে রাধা গোবিন্দ সনাতন সংঘ ষষ্ট গ্রাাম-এর উদ্যোগে এই মহোৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে, ৮ ডিসেম্বর রবিবার সকাল ৯ টায় শ্রী শ্রী জয়ন্তী ও গীতাপাঠ। রাত ৯টায় শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপন। ৯ ডিসেম্বর সোমবার ব্রাহ্মমুহুর্ত থেকে অষ্টপ্রহর ব্যাপি হরিনাম সংকীর্ত্তণ শুরু হবে।
দুপুর ১টা থেকে মহাপ্রসাদ বিতরণ করা হবে। কীর্ত্তণ পরিবেশনায় ঈশিতা সম্প্রদায়-নয়াহাট তাহিরপুর, নিত্য গোপাল সম্প্রদায়-গোপালগঞ্জ, ঊমা রাণী সম্প্রদায়-ঘিলাগড়া (মধ্যনগর), জয় রাখাল সম্প্রদায়-চট্টগ্রাম।
১০ ডিসেম্বর মঙ্গলবার পূর্ণহুতি ও মহন্ত বিদায় সকাল ১১ টায়। অষ্টপ্র্রহর ব্যাপি ১১ তম বার্ষিক শ্রী শ্রী গীতা জয়ন্তী ও হরিনাম সংকীর্ত্তণ মহোৎসবে সর্বস্তরের গৌর ভক্তবৃন্দকে স্বত:স্ফূর্ত ভাবে উপস্থিত থাকার জন্য রাধা গোবিন্দ সনাতন সংঘ ষষ্টগ্রামের পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech