ঢাকা ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৯
তাহিরপুর প্রতিনিধি : তাহিরপুর সীমান্তে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি-২৮) এর অভিযানে বাংলাদেশী জাল টাকাসহ ১ জনকে আটক করা হয়েছে।
আটককৃত আসামি মো. তানজিল (২০) তাহিরপুর উপজেলার চারাগাঁও গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে।
বিজিবি-২৮ সূত্রে জানা গেছে, শুক্রবার চারাগাঁও বিওপির সুবেদার মো. মতিউর রহমানের নেতৃত্বে একটি টহল দল রাতে অভিযান চালিয়ে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও নামক স্থান হতে ৩৬ হাজার বাংলাদেশী জাল টাকা (১,০০০ টাকার নোট ৩৬টি) এবং ১টি মোবাইলসহ তাকে আটক করা হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি-২৮) অধিনায়ক মো. মাকসুদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech