সুনামগঞ্জে লাল সবুজের পতাকার আদলে রাঙ্গানো হচ্ছে মুক্তিযোদ্ধাদের কবর

প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৯

সুনামগঞ্জে লাল সবুজের পতাকার আদলে রাঙ্গানো হচ্ছে মুক্তিযোদ্ধাদের কবর

সুনামগঞ্জ প্রতিনিধি : পর্যটনের অপার সম্ভাবনাময় ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাঁশতলায় (হকনগর) মুক্তিযোদ্ধাদের কবর গুলোকে লাল সবুজের পতাকার আদলে রাঙানো হচ্ছে। লাল সবুজের পতাকার আদলে মুক্তিযোদ্ধাদের কবর আচ্ছাদিত করা এটাই দেশে প্রথম বলে মনে করছেন আর এই ব্যাতিক্রমী উদ্যোগে স্বাগত জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও জেলার সচেতন মহল।

স্থানীয় এলাবাকাসী জানান,সম্প্রতি মুক্তিযুদ্ধের পাঁচ নম্বর সেক্টর হেডকোয়ার্টার,দোয়ারাবাজার মুক্তিযুদ্ধের সময় বাঁশতলা ও আশপাশ এলাকার যারা শহীদ হয়েছিলেন তাদেরকে সমাহিত করা হয় বাঁশতলা(হকনগরের) এই নির্জন স্থানে। উপজেলার বাঁশতলা(হকনগরে)এলাকায় শহীদ মুক্তিযোদ্ধাদের কবরগুলো স্থায়ীভাবে লাল সবুজের পতাকা আদলে আচ্ছাদিত করার কাজ শুরু হয়েছে সুনামগঞ্জ-৫(ছাতক-দোয়ারা)আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের পরিকল্পনায়। এখানে শহীদ মুক্তিযুদ্ধাদের ১৫টি কবর রয়েছে। কবরগুলোর ভেতরের অংশে জাতীয় পতাকার আদলে আচ্ছাদিত করার কাজ শুরু হয়েছে। আর ইতোমধ্যে কাজ শুরু করে জাতীয় পতাকার আদলে একটি কবরের কাজ শেষ হয়েছে। বাকি কাজগুলো ১৬ই ডিসেম্বরের মধ্যে শেষ হবে।

আরো জানা যায়, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের পূর্বে জাতীয় পতাকার আদলে মুক্তিযুদ্ধাদের কবরগুলোর ভেতরের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য দোয়ারাবাজার উপজেলা যুবলীগের আহবায়ক ও বাংলাবাজার ইউপি চেয়ারম্যান মাস্টার জসিম উদ্দিনের তত্ত্বাবধানে এ কাজগুলো চলছে। মুক্তিযুদ্ধের পাঁচ নম্বর সেক্টর(হকনগরের)উত্তরে ভারতের চেরাপুঞ্জি ও মেঘালয় রাজ্য,পূর্বে ছাতক উপজেলা,পশ্চিমে দোয়ারাবাজার উপজেলা। ডাউক থেকে সুনামগঞ্জ এবং বৃহত্তর ময়মনসিংহ সীমান্তবর্তী অঞ্চল নিয়ে গঠিত মুক্তিযুদ্ধের পাঁচ নম্বর সেক্টর।

মোতালেব, আশিষসহ অনেকেই জানান, পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এউপজেলায়। আর হক নগরে জাতীর শ্রেষ্ট সন্তান মুক্তিযোদ্ধাদের কবরগুলো স্থায়ীভাবে লাল সবুজের পতাকার আদলে আচ্ছাদিত করার ব্যাতিক্রম কাজটি দেখার জন্য পর্যটন পিপাসু ও দর্শনার্থীদের আগমন বেড়ে যাবে। এই কাজটি প্রশংসার দাবী রাখে। এছাড়াও সুনামগঞ্জ জেলার সব চেয়ে বেশি মুক্তিযোদ্ধাদের বসবাস এ উপজেলায়। এখানে রয়েছে
বাঁশতলা শহীদ স্মৃতিসৌধসহ বিভিন্ন পর্যটন এলাকা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর