কর্মস্থলে যোগদানের আগেই ফের বদলী হলেন সাবিনা ইয়াসমিন

প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৯

কর্মস্থলে যোগদানের আগেই ফের বদলী হলেন সাবিনা ইয়াসমিন

তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে না এসেই বদলী হয়ে গেলেন সদ্য নিয়োগ পাওয়া চিকিসক সাবিনা ইয়াসমিন । এর আগে তিনি বৃহস্পতিবার সকালে নতুন কর্মস্থল তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

এর একদিন পরেই শুক্রবার ডা. সাবিনা ইয়াসমিন কুমিল্লার মুরাদনগরে বদলি হয়ে চলে যান। সাবিনা ইয়াসমিন ৩৯তম (বিশেষ) বিসিএসে উত্তীর্ণ হওয়া একজন চিকিৎসক।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সূত্রে জানা যায়, সরকারের নির্দেশনায় সম্প্রতি হাওরাঞ্চলের প্রত্যন্ত এলাকার মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিশ্চিত করার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পদায়নে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন চিকিৎসক গত বৃহস্পতিবার যোগদান করেন।

কিন্তু ডা. সাবিনা ইয়াসমিন কর্মস্থল ছিল শ্রীপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। কিন্তু সেখানে তিনি যোগদান না করে একদিন পরেই বদলি হয়ে চলে যান কুমিল্লার মুরাদনগরে ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর