ঢাকা ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯
ডেস্ক প্রতিবেদন :: সুনামগঞ্জের দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এলাইছ মিয়া (৫০) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেলে মারা গেছেন। নিহত এলাইছ মিয়া কালধর গ্রামের আবদুল ওয়াহিদ লেদু মিয়ার ছেলে।
এর আগে গত রোববার ঘটনার দিন আমির উদ্দিন গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই নিহত হন।
এদিকে সংঘর্ষে হতাহতের ঘটনায় নিহত আমির উদ্দিনের ভাই কুতুব উদ্দিন বাদি হয়ে প্রতিপক্ষ ফারুক মিয়াকে প্রধান আসামী করে ৩১ জনের বিরুোদ্ধে দিরাই থানায় একটি হত্যা মামলা দিয়েছেন। দিরাই থানার মামলা নং ৯, তারিখ ১৬-১২-২০১৯ইং।
গুলিবিদ্ধ এলাইছ মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা গোলাম মোর্শেদ চৌধুরী ফাত্তাহ জানান, ঘটনার দিন আটক বন্দুকধারী মৃত আবদুল আলীর ছেলে ফারক মিয়াকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গ্রামের পঞ্চায়েতের ক্যাশিয়ার ফারুক মিয়া, মনু মিয়া ও আউয়াল মিয়া টাকার হিসাব দেখাতে টালবাহানা করলে গ্রাম ঐক্যবদ্ধ হয়ে তাদের চলাফেরায় উপর বিধি নিষেধ আরোপ করে। এ নিয়ে গত রবিবার সকালে আউয়াল মিয়ার ট্রাক্টর নিয়ে জমিতে যাওয়ার পথে গ্রামবাসী বাধা দিলে মনু মিয়া শফিকুল ইসলামের মোটর বাইক রাস্তায় পেয়ে ভাংচুর করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। অতপর গ্রামবাসী ফারুক মিয়ার বাড়ি ঘেরাও করে আক্রমণ করলে ফারুক মিয়া প্রাণ বাঁচাতে গুলি ছুড়লে কয়েকজন গুলিবিদ্ধ হন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech