ঢাকা ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৯
সুনামগঞ্জ প্রতিনিধি : প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদানের জন্য সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মনোনীত হয়েছেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। জেলা শিক্ষা অফিস থেকে এ তথ্য জানানো হয়।
প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী ও বিশেষ অবদান রাখার জন্য শিক্ষক-শিক্ষিকা, কাব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ব্যক্তি/প্রতিষ্ঠানের মাঝে প্রতি বছরই ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক’ নামে ১৯ টি ক্যাটাগরিতে এই পদক প্রদান করা হয়।
এদিকে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিকসহ সকল এসএমসি সভাপতি, শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিবাবকের ধন্যবাদ জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech