ঢাকা ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৮
আনন্দকণ্ঠ ডেস্ক
নতুন ভাবনার সিনেমা রাত্রির যাত্রী হাবিবুল ইসলাম এর চলচ্চিত্র। সিলেটের টিম’র উদ্যোগে মঙ্গলবার বিকেল ৩টার সময় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশেই লাক্কাতুরা চা বাগানের শহীদ মিনার প্রাঙ্গনে প্রচার-প্রচারণা অনুষ্ঠিত হয়। দেশ থিয়েটার সিলেট-এর আয়োজনে রাত্রির যাত্রী’র শুভ মুক্তি উপলে শুভেচ্ছা বিনিময় সভা ও একটি আনন্দ র্যালি বের করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠাতা পরিচালক ও নাট্য অভিনেতা কামাল আহমেদ (দুর্জয়)। সভাপতিত্ব করেন সিলেট ফ্রিডম কাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক নাট্যকার ও অভিনেতা মো. ইমতিয়াজ কামরান তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন- স্পৃহা থিয়েটারের সাধারণ সম্পাদক সৈয়দা সুরাইয়া জামান, সাংবাদিক আমির হোসেন সাগর, সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, যুব সংগঠক আলী আহসান হাবিব, যুব সংগঠক ও সমাজকর্মী শাহিন আহমদ, অভিনেতা এনামূল ইসলাম, আবু তাহের, লাক্কাতুরা চা বাগানের সাবেক মেম্বার মিরু, চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রধান প্রশিক আনোয়ার হোসেন, মো. জাকির, শামীম আহমদ বাদশা, জালাল আহমদ, কবি সেলিনা আক্তার, সিদ্দিক আহমদ, দিলাল তালুকদার, মাসুম খান, রাজু, হেলন তালুকদার, কালন, ঝুম্মন আহমদ, তাসিম আহমদ, পিন্টু তালুকদার, প্রমুখ।
নতুন ভাবনার সিনেমা রাত্রির যাত্রী’ শুভ মুক্তি পাচ্ছে আগামী ১৪ ডিসেম্বর ‘রাত্রির যাত্রী’ শুভ মুক্তির ঘোষণা জানালেন ছবিটির পরিচালক হাবিবুল ইসলাম হাবিব।
সম্প্রতি এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ‘রাত্রির যাত্রী’ ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করেন তিনি। তিন বছরের নানা উত্থান-পতনের মধ্যে যখন অনেক বড় একটি বাধার মুখোমুখি হলেন, যখন নিশ্চিত হয়ে গেলেন ‘রাত্রির যাত্রী’ হয়তো আর মুক্তি পাবে না, ঠিক তখনই পরিচালক হাবিবুল ইসলাম হাবিবের কাঁধে হাত রেখে পাশে এসে দাঁড়ালেন প্রযোজক সামসুল আলম। কাঁধে হাত রাখা সে শেষ হাতটির হাতে হাত মিলিয়ে হাবিবুল ইসলাম হাবিব ১৪ ডিসেম্বর তার অনেক সাধনার চলচ্চিত্র ‘রাত্রির যাত্রী’ মুক্তি দিতে যাচ্ছেন অবশেষে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রের নায়িকা প্রিয়দর্শিনী মৌসুমী, চলচ্চিত্রকার আমজাদ হোসেন, রাত্রির যাত্রীর অভিনেতা এটিএম শামসুজ্জামান, নির্মাতা কাজী হায়াৎ, আবু মুসা দেবু, জাজের কর্ণধার আবদুল আজিজ, নাদের চৌধুরী, ডিএ তায়েব, নির্মাতা অনিমেষ আইচসহ অনেকে। রাত্রির যাত্রীতে আরও যারা অভিনয় করেছেন তারা হলেন, অরুনা বিশ্বাস, আনিসুর রহমান মিলন, সালাহ উদ্দিন, সম্রাট, শহীদুল আলম সাচ্চু, নায়লা নাঈমসহ অনেকে।একজন মানুষ তার স্বপ্নপূরণের জন্য এত কষ্ট করতে পারেন তা আমার জানা ছিল না।আমি বিশ্বাস করি রাত্রির যাত্রী হাবিব ভাইয়ের স্বপ্নপূরণ করবে, দর্শকের কাছে অনুরোধ থাকবে আপনারা হলে গিয়ে সিনেমাটি উপভোগ করবেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech