ঢাকা ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৯
দিরাই প্রতিনিধি : দিরাইয়ে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে দিরাই হাসপাতাল প্রাঙ্গণে দিরাই রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংঘের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংঘের সভাপতি ফারহানুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিপলু রায়ের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিরাই রক্তদাতা ও সেচ্ছাসেবী সংঘের আজীবন দাতা, যুক্তরাজ্য প্রবাসী শাহ কামাল।
বক্তব্য রাখেন সংঘের সিনিয়র সহ সভাপতি মনোয়ার হুসেন রাজীব,সহ সভাপতি সুবীর দাস,যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাংশু মিত্র, যুগ্ম সাধারণ সম্পাদক ইজাজুর রহমান ফাহিম, সাংগঠনিক সম্পাদক আতাহার আলী সায়েম,সহ সাংগঠনিক সম্পাদক আমজাদ সরদার, দপ্তর সম্পাদক অমিত চন্দ জয়, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অম্লান তালুকদার, সমাজ কল্যাণ সম্পাদক দিদার রহমান, সদস্য টুটুল দাস। এসময় সংঘের আজীবন দাতা শাহ কামাল ও রক্তদানে বিশেষ অবদান রাখায় দেবাংশু মিত্র কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দিদার রহমান, গীতাপাঠ করেন অমিত চন্দ জয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech