কানাইঘাট মহিলা মাদ্রাসার মাহফিল অনুষ্ঠিত, শ্রেণীকক্ষের ভিত্তি স্থাপন

প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৯

কানাইঘাট মহিলা মাদ্রাসার মাহফিল অনুষ্ঠিত, শ্রেণীকক্ষের ভিত্তি স্থাপন

কানাইঘাট প্রতিনিধি : জামিয়া ইসলামিয়া হযরত খাদিজাতুল কুবরা রা. কানাইঘাট বড়বন্দ মহিলা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল গতকাল বুধবার সকাল ১০টা থেকে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার পৃষ্ঠপোষক ও পরিচালক, আমেরিকা প্রবাসী সমাজসেবি মাওলানা আব্দুল হাই এর সভাপতিত্বে ও মাদ্রাসার নায়েবে মুহাতিমম মাও. মঞ্জুর আহমদের পরিচালনায় বার্ষিক ওয়াজ মাহফিলে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ধর্মীয় আলোকে বয়ান পেশ করেন, কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার মুহতামিম বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিছ (লক্ষীপুরী), সুরইঘাট মুহসিনিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা শফিকুল হক, টিকরপাড়া মাদ্রাসার মুহাদ্দিস মাও. মুফতি আজির উদ্দিন, ফতেহপুর মাদ্রাসার শায়খুল হাদিস মাও. নুর আহমদ, সিলেট কাজির বাজার মাদ্রাসার মুহাদ্দিস মাও. আহমদ আলী শায়খে চিল্লা, হরিপুর বাজার মাদ্রাসার নাজিমে তা’লিমাত আল্লামা নজরুল ইসলাম ক্বাসেমী, বড়লেখা দারুল কুরআন মাদ্রাসার মুহতামিম হাফিজ মাও. আমিনুল ইসলাম, সিলেট আকবরী জামে মসজিদের ইমাম ও খতিব মাও. শরীফ উদ্দিন ক্বাসেমী, চতুল ঈদগাহ মাদ্রাসার মুহাদ্দিস মাও. তবারক আলী, মাও. কামাল উদ্দিন, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আমেরিকা প্রবাসী নাসিরুল হক সহ অনেক উলামায়ে কেরাম নছিওত পূর্ণ বয়ান পেশ করেন।

মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরামগণ বলেন, বর্তমান সমাজের প্রেক্ষাপটে ধর্মীয় শিক্ষা অর্জন ছাড়া আলোকিত মানুষ হওয়া সম্ভব নয়। এজন্য আমাদের সন্তানদের কে ইসলামী শিক্ষায় সু-শিক্ষিত করা একান্ত প্রয়োজন। দুনিয়াবী কল্যাণ ও আখেরাতে মুক্তির জন্য ধর্মীয় শিক্ষায় মেয়েদের কে শিক্ষিত করতে তাদের কে এলাকার মহিলা মাদ্রাসায় লেখাপড়ার সুযোগ তৈরী করে দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান উলামায়ে কেরামগণ। বড়বন্দে খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা গড়ে তোলে এলাকার মেয়েদের ধর্মীয় শিক্ষার সুযোগ তৈরী করে দেওয়ার জন্য মাদ্রাসার পৃষ্টপোষক আমেরিকা প্রবাসী আব্দুল হাই সহ যে সকল প্রবাসী ভাইয়েরা মাদ্রাসা পরিচালনার জন্য সার্বিক ভাবে সহযোগিতা করে যাচ্ছেন তাদের দীর্ঘায়ূ জীবন কামনা করে ওয়াজ মাহফিলে দোয়া করা হয়। বাদ আছর আমন্ত্রিত উলামায়ে কেরামগণ মাদ্রাসার পাকা দ্বিতল শ্রেনী ভবনের কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন এবং মাদ্রাসার উন্নয়নে সমাজ হিতৈষী ব্যক্তিবর্গ ও প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতা সহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বার্ষিক ওয়াজ মাহফিলে মাদ্রাসা কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর