ঢাকা ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৯
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদী থেকে সেইভসহ ১৩নৌকাসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হল,উপজেলার মোদেরগাঁও গ্রামের আব্দুল করিম,একই গ্রামের মৃত লায়েছ মিয়ার ছেলে কালাম,জাকির হোসেনের ছেলে নয়ন মিয়া। বুধবার বিশেষ অভিযানে নদীর তীর কেটে বালু পাথর উত্তোলনের ঘটনায় ইঞ্জিন চালিত সেইভ নৌকা জব্দ ও বালু পাথর লুটে জড়িত থাকা তাদেরকে আটক করা হয়। জব্দকৃত ১৩সেইভ নৌকা ও বালু বোঝাই ট্রলারের আনুমানিক মুল্য প্রায় ২২লাখ টাকা।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যার পূর্বে তাহিরপুরের সীমান্তনদী জাদুকাটা নদীর তীর কেটে অবৈধভাবে বালু পাথর উত্তোলন হচ্ছে এমন গোপন সংবাদের ভিক্তিত্বে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম’র নির্দেশে বুধবার ওই নদীতে থানার ওসি মোঃ আতিকুর রহমান ও এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযানে নামে। এসময় জাদুকাটা নদীর পশ্চিম তীরবর্তী লাউড়েরগড় ছড়ারপাড় গ্রাম সংলগ্ন এলাকায় অবৈধভাবে ইঞ্জিন চালিত সেইভ নৌকা দ্বারা নদী তীর কেটে বালু পাথর পুলিশ সেইভ মেশিনস, ১৩নৌকাসহ তিনজনকে আটক আটক করে।
বুধবার রাতে তাহিরপুর থানার ওসি অতিকুর রহমান জানান,অবৈধভাবে জাদুকাটা নদীর তীর কেটে বালু পাথর
উত্তোলনের ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশনা দেয়া হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech