ঢাকা ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৮
সুবিধাবঞ্চিত মানুষদের স্বাবলম্বী করার প্রয়াসে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্যবসা প্রশাসন বিভাগের সামাজিক সংগঠন ‘হাত বাড়াও’ এবার এক অসহায় ব্যক্তিকে ভ্যান ও বিভিন্ন ধরনের সবজি কিনে দিয়েছে। নগরীর রায়নগর রাজবাড়ি এলাকার বসুন্ধরা আবাসিক এলাকার মান্না দাস নামের ওই ব্যক্তি এখন ভ্যানযোগে সবজি বিক্রি করে স্বাবলম্বী হওয়ার পথে পা বাড়াবেন।
বুধবার দুপুরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মান্না দাসকে ভ্যান ও সবজি বুঝিয়ে দেয় ‘হাত বাড়াও’।
এ সময় মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান মো. মাসুদ রানা, পরিচালক (প্রশাসন) তারেক ইসলাম, সহকারি রেজিস্ট্রার ও জনসংযোগ কর্মকর্তা লোকমান আহমদ চৌধুরী। এছাড়াও বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিতি ছিলেন।
প্রসঙ্গত, এবার তৃতীয়বারের মতো অসহায় মানুষের পাশে দাঁড়ালো মেট্রোপলিটন ইউনিভার্সিটির সামাজিক সংগঠন ‘হাত বাড়াও’। প্রতি মাসে একজন অসহায়ের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে পথ চলছে সংগঠনটি। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech