সুনামগঞ্জে গুড়িগুড়ি বৃষ্টির ফলে বিঘ্নিত হচ্ছে জনজীবন

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৯

সুনামগঞ্জে গুড়িগুড়ি বৃষ্টির ফলে বিঘ্নিত হচ্ছে জনজীবন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ১১টি উপজেলায় পৌষের শুরুতেই ঠাণ্ডা আগমন দেখা দিলেও কয়েকদিন যাবৎ শৈত্যপ্রবাহ বিরাজ করছে। হাওরাঞ্চলে কুয়াশা আর ঠাণ্ডা বাতাসে চরম বিপাকে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। শুক্রবার সকালে ভারী কুয়াশার আর গুড়িগুড়ি বৃষ্টির ফলে বিঘ্নিত হচ্ছে রিক্সা,মোটরসাইকেল, সিএনজি,অটো ইজিবাইকসহ অন্যান্য যান চলাচল।

শুক্রবার জেলার বিভিন্ন এলাকার খোঁজ নিয়ে জানা যায়,তীব্র শীতের কারণে হাওর বেষ্টিত এলাকার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, দিরাই, দক্ষিণ সুনামগঞ্জ, শাল্লা, জগন্নাথপুর, সীমান্ত উপজেলা ছাতক, দোয়ারা বাজার, সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর উপজেলার মানুষ খড়কুটো জ্বালিয়ে ঠাণ্ডা নিবারণের চেষ্টা করছে। সেই সঙ্গে গরম কাপড়ের দোকানগুলোতে পোশাক ক্রয়ে ভিড় করছেন ক্রেতারা।

ঠাণ্ডায় সর্দি,কাশি,জ্বর,ডায়রিয়া ও নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা এমনটাই জানা যায় জেলার ১১টি হাসপাতাল সূত্রে। সুনামগঞ্জ জেলা সদর ও বিভিন্ন উপজেলার উপ স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতাল গুলোতে শীত জনিত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে বৃদ্ধ,শিশুরা নিউমোনিয়া সহ সর্দি,কাশি,জ্বরে আক্রান্ত হচ্ছে। শীতের তীব্রতা যতই বৃদ্ধি পাচ্ছে হাসপাতাল গুলোতে শীত জনিত রোগের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। ব্যবসায়ী রফিক ইসলাম জানান,গত কয়েকদিন ধরে প্রচুর শীত পড়ছে। রাতে শীতের পরিমাণ বেড়ে যায়। ঠাণ্ডার পরিমাণ বাড়ায় শীতের কাপড়ের কদর একটু বেড়েছে।

আরেক ব্যবসায়ি সাদেক আলী জানান,শুক্রবার সকালে হাল্কা বৃষ্টি হলেও সন্ধ্যায় ভালোই বৃষ্টি হয়েছে। শীত নিবারণে শীতের পোশাক কিনছে অনেকেই। যাদের কেনার সামর্থ্য নেই তারা পুরনো গুলো ঠিকঠাক করছে। কৃষক খেলু মিয়া জানান, ঠাণ্ডার পরিমাণ বেড়ে যাওয়ায় জমি চাষ করতে খুব কষ্ট হচ্ছে। এর মাঝে বৃষ্টি হওয়ার আরো বেশি বিপদে আছি।

তাহিরপুর উপজেলার আবাসিক মেডিকেল অফিসার সুমন বর্মণ জানান,শীতের তীব্রতা একটু বেশী এখানে। শীতের তীব্রতার সাথে সাথে হাসপাতালে শীত জনিত রোগের সংখ্যাও কিছুটা বৃদ্ধি পেয়েছে। আগত রোগীদের আমাদের সাধ্যমত চিকিৎসা দিচ্ছি।

উপজেলা নির্বাহী বিজেন ব্যানার্জি জানান, শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের মধ্যে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর