ঢাকা ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৯
সুনামগঞ্জ প্রতিনিধি : দুর্নীতি দমন কমিশন সচিব মুহাম্মদ দিলোয়ার বখত বলেছেন,চলতি বছর বইয়ের সাথে ২০০০টাকা,ড্রেস দেওয়া হচ্ছে। এত কিছু দেয়ার পর শিক্ষার্থীরা ঝড়ে পড়ার কারণ তো দেখিনা। বিদ্যালয়ের প্রধান আপনারা যদি সঠিক ভাবে কাজ করেন, তাহলে দেখবেন বিদ্যালয়ও সঠিক ভাবে চলবে। বিদ্যালয়ে ঝড়ে পড়া রোধে সরকার অনেক ব্যবস্থা নিয়েছে। তবে একটা কারণ হতে পারে শিক্ষার্থীরা স্কুলে এসে যদি দেখে তাদের শিক্ষক নাই, তাহলে সে বিদ্যালয়ে থাকবে কেন এটাও একটা অন্যতম কারণ হতে পারে।
২০১১ সালে বাংলাদেশে স্বাক্ষরতার হার ৬৫% এখন ৭৩এর উপরে। আমি গুগলে সার্চ দিয়ে দেখেছি সুনামগঞ্জের শিক্ষার হার ৪৯.৭৫। খুব বেশি বাড়েনি। সুতারাং আমাদেরকে যদি সেই পর্যায়ে যেতে হয়, তাহলে প্রাথমিক শিক্ষার ভর্তির হার শতভাগ নিশ্চিত করতে হবে।
“শিক্ষা নিয়ে গড়ব দেশ,শেখ হাসিনার বাংলাদেশ”এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শনিবার সকালে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমীর মিলনায়তনে জেলার সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং প্রাথমিক শিক্ষার মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দের সাথে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশন সচিব মুহাম্মদ দিলোয়ার বখত এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,দুর্নীতি দমন কমিশনের মাননীয় সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)মোঃ মিজানুর রহমান,সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাশ।
এসময় জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন উপজেলা হতে আগত উপজেলা শিক্ষা অফিসার ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech