ঢাকা ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে অতিথি পাখি বিক্রি করার দায়ে ছানু মিয়া (৩০) নামের এক বিক্রেতাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সে জগন্নাথপুর পৌর এলাকার শেরপুর গ্রামের ছালাই মিয়ার ছেলে।
.
জানাযায়, সোমবার স্থানীয় পৌর পয়েন্টে অতিথি পাখি বিক্রিকালে ট্রাফিক পুলিশ শামসুল ইসলাম পাখি সহ বিক্রেতাকে আটক করেন। পরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম এ দণ্ডাদেশ প্রদান করে জব্দকৃত সাইবেরিয়া থেকে আগত বন্য হাঁস জাতীয় ১৫টি পাখিকে অবমুক্ত করে দেন। এ সময় মুক্তি পেয়ে মনের আনন্দে পাখিগুলো আবারো ডানা মেলে দুর আকাশের অজানা পথে উড়ে যায়। তা দেখে উপস্থিত সবাই মুগ্ধ হয়েছেন। এ যেন শান্তির পরশ ছুয়েছে মনের আঙ্গিনায়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech