ঢাকা ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, বাঙালী এখন আর মাথা নিচু করে হাঁটে না, এখন বাঙালী গর্বিত, বাঙালী অনুপ্রাণিত এবং বাঙালী সারা বিশ্বে নিজের পরিচয়ে দাঁড়াতে পারছে। চারিদিকে কাজ আর কাজ, আপনি ঢাকা শহরে যান, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, খুলনায় যান সব জায়গায় ভাঙা গড়ার কাজ চলছে। আপনারা শুনে অবাক হবেন সাগরের নিচ দিয়ে ৬ ফুট লম্বা আমরা সুড়ঙ্গ তৈরি করছি, অর্ধেকেরও বেশি কাজ হয়ে গেছে।
রোববার দুপুরে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) অনুমোদিত হওয়ায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠিত বিশাল সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আপনারা পদ্মা সেতু দেখেছেন অর্ধেকেরও বেশি কাজ শেষ করে ফেলেছি। আর মাত্র ৪-৫ মাস আমরা সম্পূর্ণ কাজ শেষ করে ফেলবো। আমাদের মাথার উপরে উপগ্রহ আছে, আমাদের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেনো মহাকাশে যেতে পারে। আমেরিকা, রাশিয়ার মতো দেশ মহাকাশে যেতে পারলে আমরাও যেতে পারবো। আমরা দুই পদ্মা সেতু নয়, তিন পদ্মা সেতু নয় পাঁচ, ছয়, সাত ক্রমান্বয়ে আমরা পদ্মা সেতু নির্মাণ করবো। আমরা বাংলাদেশের কোন জায়গা অনুন্নত থাকতে দেবো না। তাই বলছি আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, ওই লোকদের বাদ দিয়ে যারা বাংলাদেশকে বিশ্বাস করে না, যারা বাঙালী বলে নিজেকে পরিচয় দিতে চায় না, তারা বাংলাদেশের শত্রু।
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, সুনামগঞ্জের উন্নয়নের ক্ষেত্রে ইতিমধ্যে মেডিকেল কলেজের কাজ শুরু হয়ে গিয়েছে, আমরা আর দুই-তিনটি প্রাতিষ্ঠানিক কাজ সম্পূর্ণ করে এই বছরের মধ্যে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করবো। তাছাড়া আমরা কাজ করছি ছাতক থেকে রেল সুনামগঞ্জে নিয়ে আসবো। রেল সুৃনামগঞ্জ আসবে এই সরকারের আমলেই আসবে, বর্তমানে নকশার কাজ চলছে। এই রেল লাইনটি শুধু সুনামগঞ্জ পর্যন্ত এসে শেষ হবে না ময়মনসিংহ যাওয়ার জন্য চিন্তা রয়েছে।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরীর যৌথ সঞ্চালনায় ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ -৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-২ আসনের সাংসদ জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর মিসবাহ, সংরক্ষিত মহিলা সাংসদ অ্যাড. শামীমা শাহরিয়ার, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, দোয়ারাবাজার উপজেলা সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতিক প্রমুখ।
আলোচনা সভার শুরুতে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সুনামগঞ্জের ১১ টি উপজেলা থেকে রাজনৈতিক, পেশাজীবি, ও প্রশাসনের কর্মকর্তা এবং বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech