দক্ষিণ সুনামগঞ্জে শীতার্তদের মাঝে পরিকল্পনামন্ত্রীর কম্বল বিতরণ

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০

দক্ষিণ সুনামগঞ্জে শীতার্তদের মাঝে পরিকল্পনামন্ত্রীর কম্বল বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। রোববার সন্ধ্যায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শান্তিগঞ্জ বাজারস্থ পরিকল্পনামন্ত্রীর হিজলবাড়ীতে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।
এসময় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন,আমরা এমন এক মমতাময়ী নেত্রী পেয়েছি যার চিন্তায় থাকে সব সময় চান বাংলাদেশের মানুষ যেনো হাসি-খুশি থাকে,কি ভাবে বাংলাদেশের উন্নয়ন করা যায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্তার্তদের কষ্টের কথা চিন্তা করে প্রতিটি জেলা উপজেলায় তিনি শীতবস্ত্র পাঠিয়েছেন। আপনারা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
দেশের মানুষে উন্নয়নে যা যা করা প্রয়োজন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় সেগুলো করবেন।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর হোসেন, শিমুলবাক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বি স্মরণ,জেলা পরিষদ সদস্য মোঃ জহিরুল ইসলাম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর