ঢাকা ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০
মো আব্দুল শহীদ,সুনামগঞ্জ: ২০১৯-২০ইং অর্থ বছরে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের চলতি নদীর বামতীর বেড়ী বাঁধ উপ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। কাবিটা আওতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্থ অবকাঠামো মেরামত ও সংস্কারের জন্য খাইয়েরগাওঁস্থ এই উপ-প্রকল্পের ৬.৬৮৫ কি: মি: হতে ৭.২৮৫ কি:মি বাঁধ প্রকল্প নং-২২ এবং ৭.২৮৫ কি:মি: হতে ৮.৪৮৫ কি:মি: বাধঁ প্রকল্প নং-২৩ এর কাজ শুরু হবে।
এর উদ্বোধন করেন চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোকসেদ আলী। আগাম বন্যার কবল থেকে বোরো ফসল রক্ষার জন্য সরকার সঠিক সময়ে উপ-প্রকল্প বেড়ী বাধেঁর কাজ করাচ্ছেন। পানি উন্নয়ন র্বোড অফিস সূত্রে জানা যায়, ভারত মেঘালয় থেকে প্রবল পাহাড়ি ঢল এসে প্রথমেই চলতি নদীর পাড় ডোবে বিভিন্ন হাওরে পানি প্রবেশ করে হাওর তলিয়ে যাওয়ার কারণেই সরকার এ বছর সদর উপজেলার মধ্যে সবচাইতে বেশি বরাদ্দ দিয়েছেন সুরমা ইউনিয়নে। খাইয়েরগাওঁ থেকে চলতি নদীর বামতীর প্রকল্পটি অক্ষয়নগর পর্যন্ত বেড়ী বাঁধ হবে। বোরো মৌসুম হওয়ার কারণে ৫ শত টাকা মজুরী দিয়ে শ্রমিক পাওয়া যাচ্ছে না। এদিকে চলতি নদীতে বালু পাথর উত্তোলন বন্ধ থাকায় শতকরা ৯৫% শ্রমিক জীবিকা নির্বাহের জন্য ভোলাগঞ্জে চলে গেছেন। বাড়ি বাড়ি গিয়ে ৬ শত টাকা মজুরী দিয়ে বাঁধের কাজ করাচ্ছি। পিআইসি এরশাদ মিয়া ও পিয়ার আহমদ বলেন, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ পীর ফজলুর রহমান মিছবাহকে বন্যবাদ জানাই তিনি ঝুকিপূর্ণ চলতি নদীর বামতীর বাঁধটি মনোনীত করার জন্য। আমরা নিজেও শ্রমিকদের সাথে কাজ করছি। যাতে করে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সমপন্ন করতে পারি। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, এসও মোহাম্মদ আশরাফুল সিদ্দিকী, সুরমা ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি,উন্নয়নমূলক কাজে সম্মাননা সনদ প্রাপ্ত আব্দুছ ছাত্তার ডিলার, সদস্য সচিব মো সফর আলী, মো আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা বজলু হাজী, শাহ আলম, শাহজাহান, নাজিম উদ্দীন, সিদু মিয়া, মজিবুর রহমান সহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গরা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech