ঢাকা ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২০
ডেস্ক প্রতিবেদন : রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল এবং যুক্তরাজ্যের চার্চ এন্ড উয়াসাওয়াল্ট উইশেল রোটারি ক্লাব ইউকে-এর যৌথ উদ্যোগে জগন্নাথপুর উপজেলার শাহারপাড়ায় হুইল চেয়ার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন বলেন, প্রতিবন্ধীদের সেবা করা একটি উত্তম ইবাদাত। সেবার মাধ্যমেই মানুষের হৃদয়ে বেঁেচ থাকা যায়। দেশ ও জাতির প্রয়োজনে রোটারিয়ানদের মতো অসংখ্য সমাজসেবী আমাদের প্রয়োজন। গত বৃহপতিবার শাহারপাড়া এলাকায় রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল এবং যুক্তরাজ্যের চার্চ এন্ড উয়াসাওয়াল্ট উইশেল রোটারি ক্লাব ইউকে-এর যৌথ উদ্যোগে ১৫ জনকে হুইল চেয়ার এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বই ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
রোটারি যুক্তরাজ্যের চার্চ এন্ড উয়াসাওয়াল্ট উইশেল রোটারি ক্লাব ইউকে-এর সাবেক ইন্টারন্যাশনাল চেয়ারম্যান রোটারিয়ান হারুন মিয়ার সভাপতিত্বে জগন্নাথপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালনের পরিচালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের রোটারি ডিস্ট্রিক্ট-১১৯০-এর গভর্নর নমিনি এ্যানসেনক্লেয়ার ম্যাকট্রাক, যুক্তরাজ্যের চার্চ এন্ড উয়াসাওয়াল্ট উইশেল রোটারি ক্লাব ইউকে-এর প্রেসিডেন্ট লিনডন জন হিপ। এসময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রোটারিয়ান পিপি সিদ্দিকুর রহমান পিএইচএফ, রোটারিয়ান পিপি এম এ মুকিত, রোটারি ভিশন ২০২০-এর চেয়ারম্যান রোটারিয়ান পিপি মো. নজরুল ইসলাম পিএইচএফ, রোটারিয়ান এমদাদ হোসেন, রোটারিয়ান স্বরাজ বন্ধু দাস, যুক্তরাজ্যের চার্চ এন্ড উয়াসাওয়াল্ট উইশেল সেক্রেটারি ও প্রেসিডেন্ট ইলেক্ট ক্যাথারিন ম্যারি হিপ, মেম্বারশিপ চেয়ারম্যান সেলি এ্যাননা হুপ, মেম্বার হে গেক চেংগ জ্যাকসন, ডিস্টিক্ট স্পোর্টস চেয়ারম্যান মাইকেল ইডওয়ার্ড হেন্ডাল, ফ্রেন্ডস অব রোটারি ডাউন টেইলর, স্পোর্টস চেয়ারম্যান পিটার ইডম্যানশন, কোনওয়ে ফ্রেন্ডস রোটারি বারবারা এ্যানি, ইন্টারন্যাশনাল চেয়ারম্যান মোহাম্মদ হারুন মিয়া। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন হাজী আব্দুল গণি, হাজী আব্দুল মনাফ মেম্বার, আব্দুর রজাক, কুদ্দুছ কামালী, মুকিত কামালী, আশরাফ কামালী, আবদুস শহিদ, হিরা মিয়া কামালী, সৈয়দ মনোয়ার আলী, সামসুদ্দিন কামালী মেম্বার, এলাইছ মিয়া, শিম্পু কামালী, ফারুক কামাল, শিশু মিয়া, ছুফি মিয়া, এহিয়া কামালী, সায়মন, জাবেদ, পলাশ, সাহাবুদ্দিন, আশরাফ মিয়া, মুর্শেদ মিয়া, ফখরুল কামালী, খলিল কামালী, পলাশ চৌধূরী প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech