সুনামগঞ্জ সরকারি কলেজে আঞ্চলিক ছাত্র সংগঠনের মতবিনিময় সভা

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২০

সুনামগঞ্জ সরকারি কলেজে আঞ্চলিক ছাত্র সংগঠনের মতবিনিময় সভা

ডেস্ক প্রতিবেদন : সুনামগঞ্জ সরকারি কলেজে অধ্যয়নরত জেলার বিভিন্ন উপজেলার শিক্ষার্থীদের আঞ্চলিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারি সোমবার দুপুরে কলেজের মুক্তি চত্বরে তাহিরপুর উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মোঃ আলিউজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আহমদ’র পরিচালনায় মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন ছাত্রনেতা দ্বিপাল ভট্টাচার্য, এজাজুল হক চৌধুরী নাসিম, জামালগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের আহবায়ক মেহেদি হাসান বাবর, বিশ্বম্ভরপুর ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ইমরান হোসেন হিমু, দিরাই-শাল্লা স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি এস. এম. হোসাইন তালুকদার, দোয়ারাবাজার স্টুডেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশিস রহমান, সাংগঠনিক সম্পাদক যুবায়ের মাহমুদ পাভেল, ছাতক ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিয়াদ, তাহিরপুর ছাত্রকল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হক তালুকদার, সাহিত্য সম্পাদক শাকিল আহমেদ কাউসার, কামরুল ইসলাম, তাসকিরুল ইসলাম, সালমান আহমেদ প্রমুখ। মতবিনিময় সভায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মন্ত্রীসভায় অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপিকে অভিনন্দন জানানো হয় এবং জেলাসদরের ভেতরে বিশ্ববিদ্যালয় স্থাপনের যৌক্তিকতা তুলে ধরা হয়। জেলা সদরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যাপারে কলেজের সকল আঞ্চলিক ছাত্রসংগঠনের নেতৃবৃন্দরা ঐক্যমত পোষণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর