ঢাকা ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি : জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ২৪কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ী আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকার শ্রীধরপুর গ্রামের আব্দুল মন্নাফের ছেলে সুজন মিয়া(৩৪) ও সুনামগঞ্জ জেলার ছাতক থানা এলাকার সোনাফর আলীর ছেলে মোঃ সিরাজুল ইসলাম(২৮)।
.
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার(২২ জানুয়ারি) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই মোঃ আলাউদ্দিনে নেতৃত্বে সঙ্গীয় এসআই তারিকুল ইসলাম,মোহাম্মদ জয়নাল আবেদীন,আনোয়ার হোসেন,এএসআই আবুল হাসনাত,প্রনয়নালসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়কের উপর ডাবর ব্রীজের পাশ্চিম পার্শ্বে পালিয়ে যাওয়ার সময় ২৪(ছব্বিশ)কেজি গাঁজাসহ ২মাদক ব্যবসায়ীকে আটক করে থানা পুলিশ। এসময় তাদেরকে নিকট হইতে ২৪কেজি গাঁজা,মূল্য অনুমান-৪লক্ষ ৮০হাজার টাকা উদ্ধার করেন।
.
দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আটক আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech