ঢাকা ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ কালেক্টরেটের কর্মচারীরা ৩য় দিনের মত কর্মবিরতি পালন করেছে। ২২ জানুয়ারি বুধবার বেতনস্কেল ও পদের নাম পরিবর্তনের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করে।
.
এসময় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী সমিতির সভাপতি আতাউর রহমান,সহ-সভাপতি সুখেন্দু কুমার দাস,সহ-সভাপতি সত্যজিত চৌধুরী মৃদুল,সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ ১৩-১৬ গ্রেডের সকল কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
.
উল্লেখ্য,সারাদেশের বিভাগীয় কমিশনার,জেলা প্রশাসকের কার্যালয়,উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার(ভূমি)এর কার্যালয়ে কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীদের পদের বেতনস্কেল ও পদনাম পরিবর্তনের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি(বাকাসস)এই আন্দোলন করছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by syltech