সুনামগঞ্জের এমপি মিসবাহ জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির ভাইস-চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০

সুনামগঞ্জের এমপি মিসবাহ জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির ভাইস-চেয়ারম্যান নির্বাচিত

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের এমপি মিসবাহ জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি সুনামগঞ্জ-৪ আসনের জাতীয় পার্টির এমপি ও বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। বুধবার প্রকাশিত জাতীয় পার্টির নতুন কমিটিতে ভাইস-চেয়ারম্যান হিসেবে তাকে নির্বাচিত করা হয়। তিনি জেলা জাতীয় পার্টিরও আহŸায়ক এবং একাদশ সংসদের বিরোধী দলীয় হুইপ হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান এ বিষয়ে নিশ্চিত করে জানান, জাতীয় পার্টির নতুন ভাইস চেয়ারম্যানের ৩৭ জনের মধ্যে সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। পীর মিসবাহ ২০১৪ সালে দশম নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর) আসনে বিনা প্রতিদ্বন্ধিতায় এবং ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে দ্বিতীয়বারে মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। সুনামগঞ্জ-৪ আসনের জাতীয় পার্টির এমপি ও বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তার নিবার্চনী সুনামগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলার জাতীয়পার্টির নেতা কর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে। নেতা কর্মীরা সহ জেলাবাসী তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর