সুনামগঞ্জে ২০টাকার জন্য বৃদ্ধকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২০

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় দুই ছানামুড়ি বিক্রেতার মধ্যে ২০ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে কুদরত আলী কদু(৬৪) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। নিহত কুদরত আলী উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বড়কাটা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বড়কাটা গ্রামে শনিবার(২৫ জানুয়ারী)সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বড়কাটা গ্রামের মূত আবুল হোসেনের ছেলে আব্বাস মিয়া একই গ্রামের কুদরত আলীর নিকট ২০ টাকা পাওনা নিয়ে কথা কাটাকাটি হয়। মাত্র ২০ টাকা নিয়ে এই বিরোধ মুহূর্তের মধ্যেই হাতাহাতিতে রুপ নেয়।হাতাহাতির এক পর্যায়ে কুদরত আলী ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্বাস মিয়া ও তার স্ত্রী রোহেনা বেগমকে আটক করে ও নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দোয়ারাবাজার থানার ওসি মোঃ আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য আব্বাস মিয়া ও তার স্ত্রী রোহেনা বেগমকে আটক করা হয়েছে ।অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর