তাহিরপুরে হাওর রক্ষার বাঁধ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২০

তাহিরপুরে হাওর রক্ষার বাঁধ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

শামছুল আলম আখঞ্জী,তাহিরপুর থেকে : সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওর এলাকার হাওর বাঁধ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি। ২৫ জানুয়ারি শনিবার দিনব্যাপী মাটিয়ান হাওর, শনির হাওর ও সহ বিভিন্ন হাওরের ১২টি প্রকল্পের কাজ পরিদর্শন করেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন,উপজেলার বালিজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর জহুর। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য সচিব রাকিবুল হাসান,এবং বিভিন্ন ফসল রক্ষা বাঁধ বাস্তবায়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ও সদস্যগণ।
পরিদর্শন কালে বাঁধের শ্লোপ ও কম্পেকশন সঠিক না হওয়ায় সঠিক ভাবে করার নির্দেশ করেন এবং যথাসময়ে সঠিক ভাবে বাঁধের কাজ সম্পাদন করার জন্য নির্দেশ প্রদান করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর